যশোরে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ৯৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মোঃ আতিয়ার মন্ডল (৪০) কে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে যশোর-খুলনা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিয়ার যশোর জেলার শার্শা থানার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যশোর-খুলনা মহাসড়কে সাদা প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নতুনহাট বাজার সংলগ্ন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে চেক পোষ্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম শুরু করে। রাত নয়টার দিকে একটি সাদা প্রাইভেটকারকে থামানোর সিগন্যাল দিলে গাড়ির চালক দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আভিযানিক দলটি তাৎক্ষনিকভাবে প্রাইভেটকারটিসহ আসামী মোঃ আতিয়ার মন্ডল (৪০) কে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল, প্রাইভেটকার ও সিমসহ একটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম