খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০
  চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে ফুচকা খেয়ে ৫০ জন অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশের একটি চটপটির দোকানে ঈদের দিন (৩১ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত ফুচকা খেয়ে ৫০ জন নারী-পুরুষ অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তি রয়েছেন।

অসুস্থরা জানায়, তারা অভয়নগর উপজেলা এলাকার বাসিন্দা। তারা ঈদের দিন বিকেলে ঘুরতে বেরিয়ে ভৈরব নদের পূর্ব পাশের ফুসকার দোকানে গিয়ে চটপটি ও ফুচকা খায়। এরপর তারা একে একে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকটি পরিবার একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে।

কাপাশহাটি গ্রামের মাওলানা তাকিব হুসাইন জানান, তার পরিবারের ৩ সদস্য, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের ৮ জন এবং প্রেমবাগ গ্রামের এক পরিবারের ৫ সদস্যসহ মোট ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানিয়েছেন, ঈদের দিন ফুচকা খেয়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি হলেও বয়স্ক নারী-পুরুষও রয়েছেন। তাদের পেটে ব্যথা এবং বমির উপসর্গ দেখা দিয়েছে।

চিকিৎসকরা এসব রোগীকে স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করছেন। এদের মধ্যে দুইজনকে যশোর হাসপাতালে রেফাড করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফুড পয়জনিং বা ডাইরিয়ার কারণে এই ধরনের অসুস্থতা হতে পারে এবং সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি জানতে পেরে পুলিশও তদন্ত শুরু করেছে এবং ফুচকা বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!