যশোরে পুলিশে চাকরি দেয়ার নামে চার লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের আনার আলীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
মামলার অভিযুক্তরা হলেন, সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সিদ্দিক আলী, চৌগাছার সলুয়া গ্রামের মৃত এলাহী সরদারের ছেলে হাসান আলী ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিংরাইল গ্রামের রেফাতুল্লাহ মিয়ার ছেলে আব্দুল মালেক।
মামলায় বলা হয়েছে, রাশিদা বেগমের ছেলে রুহান শিক্ষিত এবং বেকার। অভিযুক্ত সিদ্দিক ও হাসান তাদের জানান, আত্মীয়দের মাধ্যমে ছেলেকে পুলিশে চাকরি দিতে পারবেন। মাঠে দাঁড়ালে পুলিশে চাকরির নিশ্চিয়তা দিয়ে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় রাজি হয়ে ২০১৮ সালের ২০ এপ্রিল আসামিরা রাশিদা বেগমের বাড়িতে গিয়ে প্রথমে দু’ লাখ টাকা নেয়। এরপর কয়েক কিস্তিতে মোট চার লাখ ১০ হাজার টাকা গ্রহণ করে। একই বছরের ২০ মে রুহানের পুলিশে চাকরি হওয়ার পর বাকি টাকা দিতে হবে বলে জানানো হয়। কিন্তু আসামিরা রুহানকে পুলিশে চাকরি দিতে ব্যর্থ হয়। এরপর আসামিদের কাছে টাকা ফেরত চাইলে আজ না কাল বলে ঘুরাতে থাকে। এরপর ২০২০ সালের ২৫ অক্টোবর এক শালিসে আসামিরা টাকা দেয়ার আঙ্গীকার করে স্ট্যাম্পে স্বাক্ষর করে। তারপরও টাকা না দিয়ে তারা তালবাহানা করায় বাদী আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/ টি আই