খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

যশোরে পুত্রবধু ধর্ষণ মামলায় শ্বশুর আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শ্বশুরকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। সোমবার সকাল সাড়ে সাতটায় মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনিসুর রহমান ওই গ্রামের মৃত সাহেদ গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমান। পরে তাকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ মার্চ ওই নারীর মা মামলায় উল্লেখ করেন, দেড় বছর আগে আনিছুর রহমানের পুত্র সুমনের সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের ৭ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সপ্তাহ খানেক আগে মেয়ে শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে চলে যায়।

এসময় মেয়ে জানান, তাকে হত্যাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শ্বশুর আনিসুর ধর্ষণ করে। এরপরে এ ঘটনায় মামলা করা হয়। র‌্যাব ওই মামলার আসামি আনিসুরকে আটক করে মণিরামপুর থানায় হস্তান্তর করে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!