খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

যশোরে পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করোনা শনাক্ত ৩৮ জন

যশোর প্রতিনিধি

বাঘারপাড়া থানার পাঁচ পুলিশ সদস্যসহ মঙ্গলবার যশোরে নতুন আরও ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার দশজন, অভয়নগরের আটজন, বাঘারপাড়ার সাতজন, ঝিকরগাছার চারজন, মণিরামপুরের তিনজন, শার্শা, চৌগাছা ও কেশবপুরের দু’জন রয়েছেন। শনাক্তদের মধ্যে একজন মৃত ব্যক্তির নমুনা ফলাফল পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন, মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে। এরমধ্যে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে একজন শনাক্ত হয়েছেন। এ হিসেবে নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাঘারপাড়া থানায় এস আই সুজিত কুমার মৃধা (৩৮), এ এস আই আব্দুস সালাম লিটন (৩৬), কনেস্টেবল নরুল ইসলাম (৫০), জসিম উদ্দিন (৪২) ও হুমায়ুন কবীর (২৫)।

একই দিন ৪২ জন করোনা জয়ীর সনদ পেয়েছেন। জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৭১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৩ জন।

সিভিল সার্জন জানান, যশোরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিম বারান্দীপাড়ার অম্বিকা বসু লেনের আব্দুল বারী মোল্লা (৯০)। করোনা উপসর্গ নিয়ে তিনি গত ২৩ আগস্ট মারা যান। তার নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩৭ জন।

খুলনা গেজেট/এমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!