যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বাজনো হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও কোরআন তেলোয়াত। গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে খাবার।
এছাড়া সকাল ৮টা থেকে হযরত গরীব শাহ সড়কের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জনিয়েছে বিভিন্ন সংগঠন। যশোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, শুক্রবার বিকেলে শহরের দড়াটানায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি শহরের বারান্দী মোল্লাপাড়ায়, বেজপাড়া, খড়কি ও রেলস্টেশনে প্রধান অতিথি হিসেবে গরীবদের মাঝে খাবার বিতরণ করেন। সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে মোমবাতি প্রজ্বালনের উদ্বোধন করেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, আব্দুস সবুর হেলাল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য কেরামত আলী, শহর আওয়ামী লীগ নেতা লুৎফুল কবীর বিজু, শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, মহিলা আওয়ামী লীগনেত্রী আফরোজা মিমি, হাজেরা পারভীন প্রমুখ।
খুলনা গেজেট / এমএম