যশোরে শনিবার থেকে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন হল ময়দানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে শনিবার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরসহ সরকারি কর্মকর্তাগণ।
মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের ৬০টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন ও সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবার তথ্য উপস্থাপন করা হয়েছে।
এর আগে মেলা উপলক্ষে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়।
খুলনা গেজেট/ টি আই