খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
  কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ, হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নবী নেওয়াজ পাঁচ দিনের রিমান্ডে
  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত

যশোরে তিন হাজার বস্তা সরকারি সার উদ্ধার, আটক তিন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর ডিবি পুলিশের অভিযানে অভয়নগর থেকে লোপাট হওয়া তিন হাজার ১৫ বস্তা সরকারি সার উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে মিলন হোসেন, অভয়নগরের নওয়াপাড়া দক্ষিনপাড়ার কেরামত আলীর ছেলে আবু বক্কর ও বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের অনাথ সাহার ছেলে উজ্জল কুমার সাহা।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, অভয়নগরের নভো ট্রেড এন্ড ট্রান্সপোর্ট থেকে সরকারি বিসিআইসি’র ইউরিয়া সার ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পাঠানোর জন্য আসামিদের সাথে চুক্তি করেন ওই ট্রান্সপোর্টের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিল্টন। গত ৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮টি ট্রাকের মাধ্যমে মোট ৩১ হাজার ৩৬০ বস্তা সার পাঠানো হয়। যার মূল্য চার কোটি ৩৯ লাখ চার হাজার টাকা। এসময় ৩৩টি ট্রাক গন্তব্যে পৌঁছালেও ১৫টি ট্রাকের সাত হাজার ১শ’৪০ বস্তা সার গৌন্তব্যে না পৌছে আত্মসাৎ করা হয়। যার দাম ৯৯ লাখ ৯৬ হাজার টাকা।

এ বিষয়ে ডিবি পুলিশে অভিযোগ দেয় মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিয়ে তদন্তে নামে ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বে একটি টিম। তারা গত ১৩ মার্চ রাতে যশোরের অভয়নগর থানাধীন ভাঙ্গাগেট এলাকা থেকে মিলন হোসেন ও আবু বক্কারকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে ১৪ মার্চ বাঘারপাড়ার চতুরবাড়িয়া বাজার থেকে ৪শ’৩৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এরপর আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসে। ১৬ মার্চ শার্শার বাঁগআচড়া বাজার থেকে আরও ৮শ’ বস্তা, ১৭ মার্চ উপজেলার পুলেরহাট বাজার থেকে আরও ৪শ’৬০ বস্তা এবং ঝিনাইদহের কালিগঞ্জ থানাধীন বারোবাজার থেকে ৯শ’২০ বস্তা লোপাট হওয়া সরকারি সার উদ্ধার করা হয়।

সর্বশেষ ১৯ মার্চ মণিরামপুর উপজেলার জয়পুর ঘোপের বাজার থেকে আরও ৪শ’ বস্তা উদ্ধার করা হয়। আটক করা হয় আরও একজনকে। তিনি জানান, এ পর্যন্ত তিন হাজার ১৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে। যার দাম ৪২ লাখ ২১ হাজার টাকা। তিনি আরও জানান, জড়িত অপর আসামিদের ধরতে ডিবি অভিযান অব্যাহত রেখেছে

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!