যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মমভাবে পিটিয়ে তিন কিশোর হত্যার ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরো সাতদিন সময় চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছে। তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবু লাইছ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু আদালতের কাছ থেকে এখনো কোনো আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আরো সাতদিন সময় চাওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট তিন কিশোর হত্যার ঘটনার পর গত ১৪ আগস্ট মন্ত্রণালয় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয় বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এদিকে, সমাজসেবা অধিদপ্তর গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ঢাকায় ফিরে গেছেন। তাদের তদন্ত প্রতিবেদন যে কোনো সময় সমাজসেবা অধিদপ্তরে জমা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খুলনা গেজেট/এনএম