জেলার বাঘারপাড়ায় হোমিও ডাক্তার খাইরুল ইসলাম (৪৫) এবং মনিরামপুর থেকে আজমীর হোসেন (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বরের ছেলে খাইরুল ইসলামের অর্ধগলিত লাশ সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ।
নিহতের ছেলে রায়হান হোসেন জানান, তার বাবা পেশায় একজন গ্রাম্য হোমিও ডাক্তার ছিলেন। কিছুদিন হলো মানসিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে তার বাবা বাড়ি থেকে বের হন। এদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে মণিরামপুরে আজমীর হোসেন নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোপিকান্তপুর গ্রামের এক ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়েছে। সে ওই গ্রামের প্রবাসী আকরাম বিশ্বাসের ছেলে।
গ্রামবাসী জানায়, কিশোর আজমীর হোসেন বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার বিকেলে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। এরপর তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডোবা থেকে মরদেহ উঠানো হয়।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কিশোরের মৃত্যুর খবর পেয়ে উপপরিদর্শক শাহজাহান আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়।
খুলনা গেজেট/নাফি