খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি, বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে খালেদা জিয়া; প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে, প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়ে তোলার আহ্বান
  ১০২ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

যশোরে ডজন মামলার আসামি জিতু অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অস্ত্র-গুলিসহ বারান্দী মোল্লাপাড়ার চিহ্নিত সন্ত্রাসী এক ডজন মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করেছে সদর পুলিশ ফাঁড়ি সদস্যরা। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা রোডের টেকনিক্যাল কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটক শরিফুল ইসলাম জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

থানা পুুলিশ জানায়, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে সদর পুলিশ ফাঁড়ির এসআই এমরানুর কবীর ঢাকা রোডের টেকনিক্যাল কলেজের সামনে অভিযান চালান। এসময় জিতুর অস্বাভাবিক আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে ধরে তল্লাশি করলে কোমরে গোজা একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজি ও মাদক আইনে ১২টি মামলা রয়েছে। সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়ে আরও বেশি বেপোরোয়া হয়ে ওঠে। স্থানীয়রাও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!