খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, এটা যেন মনে রাখি: প্রধান উপদেষ্টা
  নরসিংদীতে ঈদের দিন ৪ জনকে কুপিয়ে জখম, একজনকে জবাই করার চেষ্টা

যশোরে জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। এ সময় জুলাই বিপ্লবে নিহত ২৫ জন ও আহত ৫ জনের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা আন্দোলন করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আমরা যদি তা করতে না পারি, তাহলে আন্দোলনে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

এই উদ্যোগ নিহত ও আহতদের পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তাদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিফলন বলে জানিয়েছেন আয়োজকরা।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!