যশোরে জমি-জমা সংক্রান্ত গোলযোগের জেরে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের ইউনুস আলীর ছেলে আজিজুর রহমান (৫০)।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক দম্পতিকে পুলিশ আটক করেছে।
পারিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে, হাজরাখানা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল আজিজুর রহমানের চাচাতো ভাইদের সাথে। এরই জের ধরে এদিন সকালে ফের গোলযোগ বাধে। এসময় প্রতিপক্ষ তার চাচাতো ভাই রফি উদ্দিন তাকে মারপিট করে। এক পযায়ে ভাবী সেলিনা বেগম(৫০) ভিকটিমের অন্ডকোষ চেপে ধরে। এতে আজিজুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি রফি উদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদ এর জন্য দুজনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে