খুলনা, বাংলাদেশ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
  জুলাই আন্দোলনে শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই ও ভাতিজার হামলায় বড় ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।

নিহত বড় ভাই আব্দুল মান্নান (৫৭) উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের মৃত ইজাহার মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে ভাইদের মাঝে বিরোধ চলছিল। এর জেরে গত ১৩ জুলাই (শনিবার) দুপুর ২টার দিকে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি খাতুনের ওপর হামলা চালায় ছোট ভাই আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রহমতুল্লাহ (১৮)। তারা পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দু’জনকে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দু’জনকেই ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই ভোররাতে আব্দুল মান্নান মারা যান।

এ ব্যাপারে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি আটকে পুলিশ অভিযানে রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!