যশোরের শংকরপুর আশ্রম রোডে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাতের আঙুল দ্বিখন্ডিত হয়েছে। অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার আরেক ভাই। এসময় সন্ত্রাসীদের বোমার আঘাতে আহত হয়েছেন এক ট্রাকচালক। বুধবার (১৭ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর শহরের শংকরপুর আশ্রম রোড মসজিদের পাশের একটি দোকানে বুধবার রাত ৯টার দিকে একদল উঠতি বয়সি সন্ত্রাসী হামলা চালায়। এরা রনির নেতৃত্বে বেজপাড়া থেকে কয়েকটি ইজিবাইকে যায়। এদের প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। সন্ত্রাসীরা স্থানীয় ভাংড়ি ব্যবসায়ী সুহিনের দোকানের সামনে তার ভাই কামাল হোসেন তুহিনকে উদ্দেশ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এর একটি বিস্ফোরিত হলেও অপরটি বিস্ফোরিত হয়নি। বোমার স্পিøন্টার আঘাত করে সুহিনের ট্রাকের চালক সোহেলের মুখে। এতে তিনি গুরুতর আহত হন। সন্ত্রাসীরা এরপর ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কোপ মারে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের একটি আঙুল কেটে পড়ে যায়। ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা সুহিনকেও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত তুহিন ও সোহেলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা হয়েছে একটি অবিস্ফোরিত বোমা ও অন্যান্য আলামত।
শংকরপুরে আধিপত্য দ্বন্দ্ব প্রতিপক্ষকে ঘায়েল করতে এ বোমাবাজির ঘটনা ঘটিয়েছে একটি চিহ্নিত চক্র। এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলার সময় দেশিয় ধারালো অস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে। কয়েটি টিম সার্বক্ষনিক অবস্থান করছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এখনও ঘটনা ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এমএম