যশোরের আড়পাড়া গ্রামে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম জাহাঙ্গীর হোসেন মিথু (৩৩)। তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বিলপাড়া গ্রামের মোদাচ্ছের হোসেনের ছেলে। শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে গ্রামের মাঠের মধ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রামবাসী ও পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে গ্রামের লোকজন মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার ও কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর হোসেন মিথুর মৃতদেহ শনাক্ত করে।
পরিবারের সদস্যরা জানিয়েছে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন জাহাঙ্গীর হোসেন মিথু। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এ কারণে তার সাথে যোগাযোগ করা যায়নি। পরে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বিলপাড়ার মাঠে গিয়ে তার মরদেহ দেখতে পান।
স্থানীয়রা জানিয়েছে, মৃত মিথুর ভাই ডিটু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের সঙ্গে চলাফেরা করতেন। তার ভাইয়ের প্রতি রাজনৈতিক আক্রোশের কারণে তাকে না পেয়ে জাহাঙ্গীর হোসেন মিথুকে হত্যা করেছে বলে তারা ধারণা করেছে।
খুলনা গেজেট/এনএম