খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

যশোরে গভীররাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে গভীর রাতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। শুক্রবার দিবাগত রাত ২টার পর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ঘোষিত ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে যশোরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক শাসন থাকবে। আওয়ামী লীগকে হটিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়েছিলাম। কিন্তু আজ আবারও বিভিন্ন মহল আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও এই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।

তারা আরও বলেন, ছাত্রজনতা কখনোই আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেবে না। আগে ছাত্রদের হত্যার বিচার এবং আওয়ামী লীগের যাবতীয় পাপের বিচার হতে হবে। এর আগে এ দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো স্থান নেই। গণ-অভ্যুত্থানে পলাতক এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আন্দোলন চলবে, রাজপথেই চলবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক নুরুজ্জামান, ছাত্রনেতা শোয়েব হুসাইন, সাজিদ সারোয়ার, রিজভী, বিএম আকাশ, মারুফ সুকর্ন, ইউনুস আলী, এসকে আসিফ সোহান, রিফাত, সাকিব, সোহেল, সাদমান বিন কবিরসহ নেতাকর্মীরা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!