কোটি টাকার মানহানির অভিযোগে যশোর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (৯ মার্চ) সুশাসনের জন্য নাগরিক (সুজন) যশোর জেলা কমিটির সহ-সভাপতি ও পরিবেশ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, শহরতলীর বিরামপুর বাবুপাড়ার গোপীকান্ত সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমীদ আকাশ।
দীপংকর দাস রতন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে। তপন কুমার ঘোষ পরিষদের সাধারণ সম্পাদক ও শহরের বারান্দিপাড়া খালধার রোডের ফকির চন্দ্র ঘোষের ছেলে। এর আগে গত ৪ মার্চ একই অভিযোগে এ দুই নেতার বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা দায়ের হয়েছিল।
মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ৯ অক্টোবর দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অখিল কুমার চক্রবর্তীর কাছ থেকে বাদী জানতে পারেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জেলা প্রশাসকের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে গোপীকান্ত সরকারসহ সাতজনের নাম উল্লেখ করে বলা হয়েছে। তারা শারদ উৎসবে বিঘ্ন সৃষ্টি করতে পারেন বলে অভিযোগে বলা হয়েছে।
বাদীর দাবি, ওই অভিযোগে অভিযুক্ত সাতজন যশোরের সুপরিচিত সম্মানিত ও ধর্মপ্রাণ ব্যক্তি। আসামিরা জেলা প্রশাসকের কাছে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে সম্মানহানি করেছেন। যা কোটি টাকার সমতুল্য।
এ কারণে গোপীকান্ত সরকার আদালতে মানহানির মামলাটি দায়ের ও তাদের শাস্তির দাবি করেছেন।
খুলনা গেজেট/এএজে