যশোরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকারের পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের বেজপাড়া মেইন রোড এলাকার মৃত মানব মজুমদারের স্ত্রী শর্মিলা মজুমদার শনিবার সকাল সাড়ে নয়টার দিকে করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। এদিনই সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের ইন্টার্ন ডাক্তার রায়হান তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ জানান, মরদেহ স্বাস্থ্যবিধি মেনে সৎকারের জন্য ওই নারীর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।