খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

যশোরে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গে দু’জন মারা গেছেন। এসময়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৩ জন। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে সোমবার ভর্তি রয়েছেন ৭৮ জন ও ইয়েলোজোনে ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৩ দশমিক ৯১ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩২১টি নমুনা পরীক্ষায় ৮৩ জন, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ২৬২টি পরীক্ষায় ৫৮ জন, জিন এক্সপার্ট ৮টি পরীক্ষায় ২ জনের শনাক্ত হয়।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭টি নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি। যশোরে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৮৭৩ জন, সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৯২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৪০১ জন।

শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ৯২ জন, কেশবপুরে ২, ঝিকরগাছায় ১৫ জন, অভয়নগরে ১২ জন, মণিরামপুরে ৬ জন, বাঘারপাড়ায় ২ জন, শার্শায় ৬ জন ও চৌগাছায় ৮ জন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!