যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়া একদিনে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন। মোট করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ২শ’ ০৭জন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২৩ দশমিক ৫৫ শতাংশ। তবে এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা পরীক্ষার কোন ফলাফল পাওয়া যায়নি। কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে বিকেল ৪টা পর্যন্ত এ সংক্রান্ত কোন তথ্য যশোর স্বাস্থ্য বিভাগকে জানায়নি। শুধুমাত্র যশোর হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ২৬৮টি পরীক্ষায় ৬২ জনের ও জিন এক্্রপার্ট ৮টি পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২০ জন, কেশবপুরে ৩, ঝিকরগাছায় ১১, অভয়নগরে ১৮, মণিরামপুরে ৪, বাঘারপাড়ায় ১, শার্শায় ৪ ও চৌগাছায় ৪জন শনাক্ত হয়েছেন।
এদিন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে ভর্তি আছেন ৮৬ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ৪২ জন।
খুলনা গেজেট/ টি আই