যশোরের ডিবি পুলিশ বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে কথিত ম্যাগনেট পিলারসহ দু’জনকে আটক করেছে। শনিবার রাতে ডিবির এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন বাঘারপাড়ার বাউলিয়া গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে তোজাফ্ফার বিশ্বাস মিন্টু ও দাউদ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বাঘারপাড়ার পল্লীতে কথিত একটি ম্যাগনেট পিলার বিক্রির জন্য রেখে একটি চক্র তৎপরতা চালাচ্ছে। এরই প্রেক্ষিতে শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে উপজেলার আলাদীপুর গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে এ ম্যাগনেট পিলারসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
ডিবি পুলিশ বলেছে, আটকৃকতরা কথিত ম্যাগনেট পাচারকারী প্রতারকদলের সদস্য। তারা মানুষকে বোকা বানিয়ে টাকার প্রলোভন দিয়ে এগুলো বিক্রি করে। এ চক্রের বাকি সদস্যদের আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/ এএজে