উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের তিনটি উপজেলা থেকে একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামী ২৯ মে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন।
রোববার (১২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের ছিল শেষ দিন। এদিন অভয়নগর উপজেলার চেয়ারম্যান পদে শেখ আবরাউল হক তার মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা।
এদিকে, অভয়নগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজনের নাম থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পথে আক্তারুজ্জামান তারু। এছাড়া, সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মোহিত কুমার নাথ, আনোয়ার হোসেন বিপুল, শফিকুল ইসলাম জুয়েল, ফাতেমা আনোয়ার ও তৌহিদ চাকলাদার ফন্টু। ভাইস চেয়ারম্যান পদে কামাল খান পর্বত, মনিরুজ্জামান নিরব, শাহাজান কবির শিপলু, শেখ জাহিদুর রহমান লাবু ও সুলতান মাহমুদ বিপুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জো¯œা আরা বেগম মিলি, বাশিনুর নাহার ঝুমুর ও শিল্পী খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে সরদার অলিয়ার রহমান ও রবিন অধিকারী ব্যাচা। ভাইস চেয়ারম্যান পদে একজন আক্তারুজ্জামান তারু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার সাদিয়া খানম, লায়লা খাতুন ও মিনারা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আশরাফুল কবির বিপুল ফারাজি, হাসান আলী, আব্দুর রউফ, রাজিব কুমার রায়, মাসুম রেজা ও সেলিম রেজা। ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান, গোলাম সরোয়ার, নাজমুল হুসাইন, শাহাজালাল, এনায়েত হোসেন লিটন, তাউহিদুর রহমান ও জয়নাল আবেদীন। মহিলা ভাইস চেয়ার পদে শামছুন নাহার, বিথিকা বিশ্বাস, রেক্সনা খাতুন ও দিলারা জামান প্রতিদ্বন্দিতা করবেন।
এদিকে, যশোর সদর উপজেলায় দু’জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হয়েছেন। তারা হলেন, সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরার ছেলে আ,ন,ম আরিফুল ইসলাম হীরা।
উল্লেখ্য, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম স্বপদে থেকে সদর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করায় তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশনার ও অপর প্রার্থী আ,ন,ম আরিফুল ইসলাম হীরা সার্ভারের জটিলতার কারনে নিদিষ্ট সময়ে অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে না পারায় প্রাথমিকভাবে তার নির্বাচনে অংশ গ্রহন করা অনিশ্চিত হয়ে পড়ে।
খুলনা গেজেট/কেডি