আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাক্ষী সুরক্ষা আইনকে পাশ কাটিয়ে ট্রাইব্যুনালের স্বাক্ষী ও তাদের স্বজন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতার নামে মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখা। এর আগে সকালে একই দাবিতে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি হারুণ অর রশীদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল। সংগঠনের সদস্য প্রকৌশলী নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, প্রণব দাস, খবির শিকদার, শ্যামল শর্মা প্রমুখ।
লিখিত বক্তব্যে সভাপতি হারুণ অর রশীদ ২০১৭ সালে যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের কুখ্যাত রাজাকার আমজাদ হোসেন মোল্যার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার শুরু থেকে এই মামলার স্বাক্ষী, তাদের স্বজন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ও তার পরিবারের সদস্যদের উপর হামলা মামলা ও হয়রানির বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, অবিলম্বে আমজাদ রাজাকারের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইগনগত ব্যবস্থা গ্রহণ করে স্বাক্ষীদের সুরক্ষা প্রদান নিশ্চিত করা না হলে আগামীতে স্বাক্ষীদের পক্ষে আর সাক্ষ্য প্রদান করা সম্ভব হবে না। এতে বাঁধাগ্রস্থ হবে মামলার বিচার কাজ।
খুলনা গেজেট/এনএম