খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আজ, ইস্যু নির্বাচনের রোডম্যাপ

যশোরে একসাথে আসছেন তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে তিনজন উপদেষ্টা আসছেন আগামী ২০ এপ্রিল। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

সভায় জানানো হয়, ওইদিন যশোর সফরে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তারা জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
দেড় ঘণ্টাব্যাপী সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোরের পুলিশ সুপার রওনক জাহানসহ সেনাবাহিনী, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও অন্যান্য সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

সভায় ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা, নদ-নদীর নাব্যতা হ্রাস, খাল সংস্কার এবং অবৈধ মৎস্য ঘের ও ইটভাটা অপসারণসহ বিভিন্ন বাস্তবায়নযোগ্য প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর ও ১০ নভেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা ভবদহ এলাকা পরিদর্শন করেন। তখন স্থানীয়রা পানি উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান। পরবর্তীতে ১৭ নভেম্বর জেলা প্রশাসন এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। এর প্রেক্ষিতে প্রকল্প কার্যক্রম পরিদর্শনে আসছেন উপদেষ্টা ও পদস্থ কর্মকর্তারা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!