যশোরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ানো প্রতারক দুর্জয় ঘোষকে আটক করেছে আসল ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে হ্যান্ডকাপ, ওয়্যারলেস সেট, গুলি ও ধারালো অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আটকের পর তিনি জানিয়েছেন, ওয়্যারলেস নিয়ে তিনি ডিবি পুলিশ সাজতেন। এ কাজে প্রথমে চাঁদা দাবি ও টাকা না দিলে হাতে পরিয়ে দিতেন হ্যান্ডকাপ। শুধু তাই নয়, রাত হলেই দেশিয় অস্ত্রের মহড়া দিয়ে শহরের বিভিন্ন এলাকায় করতেন চুরি ও ছিনতাই।
এ জাতীয় ঘটনার প্রেক্ষিতে ছদ্মবেশ ধারণ করে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ চক্রের হোতা দুর্জয় ঘোষকে আটক করেন। তিনি শহরের বড় বাজার এলাকার মৃত চিত্তরঞ্জণ ঘোষের ছেলে। বেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, তাদের কাছে খবর আসে একটি চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহরে নানা ধরণের অপরাধ চালিয়ে যাচ্ছে। ওই চক্রের অন্যতম হোতা বেজপাড়া এলাকার একটি ফ্লাট বাড়িতে বসবাস করে এসব অপকর্ম করছেন। ডিবির টিম কয়েকদিন ধরে সেখানে ছদ্মবেশে অবস্থান করেন। এরপর সত্যতা পেয়ে তাকে আটক করে। পরে তার দেখানো নিজ বাড়ির একটি ওয়ারড্রব থেকে একটি ওয়াকিটকি, দুটি চাইনিজ কুড়াল, দুটি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্রেটিং ভেস্ট, চারজোড়া হ্যান্ডকাপ, পাঁচটি রাবার বুলেট, একটি শর্টগানের গুলি ও ১২টি বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে মামলা দিয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। এ চক্রের সাখে আরো কারা জড়িত রয়েছে।
খুলনা গেজেট/এনএম