খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

যশোরে আলু-পেঁয়াজের দাম বেশি নেয়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরের বড় বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানা অপরাধে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত এদিন দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বড় বাজারের হাটখোলা রোডের আলুপট্টি ও এইচএমএম রোডের কালীবাড়ি এলাকায় অভিযান চালান। মূলত পেঁয়াজ, কাঁচা মরিচ ও আলুর দর নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছে। কিন্তু ব্যবসায়ীরা কত টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!