ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঞ্চল্যকর টিটোন হত্যা মামলার দুই আসামিকে যশোর থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সোমবার রাতে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকায় অভিযান চালিয়ে যশোরের ডিবি পুলিশ ও মহেশপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সেকেন্দার শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে আল আমিন ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে এনামুল। আল আমিন বর্তমানে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া গ্রামে বসবাস করে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার জানান, আসামিদের টিটোন হত্যা মামলায় আটক দেখানো হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় পৃথক মামলা করা হয়েছে। তিনি জানান, আটক আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, মাদকসহ ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী টিটনকে গত বছরের ২৮ নভেম্বর কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
খুলনা গেজেট/ এসজেড