খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ, উভয় দেশকে শান্ত থাকার আহবান: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

যশোরে অস্ত্রসহ আটক যুবকের ১০ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ওয়ান শুটারগানসহ আটক ইকবাল হোসেন বিশের ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহুজ্জামান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত গরীব উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্জ সহকারী হুমায়ুন কবির।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর রাত নয়টার দিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মকবুলের স’মিলের সামনে এক ব্যক্তি অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে ইকবাল হোসেন বিশেকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়। অস্ত্র মামলাটি তদন্ত করে এসআই মাসুম ইকবালকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার রায় ঘোষনার দিনে বুধবার বিচারক ইকবালকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!