যশোরে ক্ষুদ্র কুটির শিল্প ও মাঝারি (সিএমএসএমই) খাতে ১৫ জন উদ্যোক্তাকে ২ কোটি ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে যশোর শহরের আইটি পার্কের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই এন্ড এসপিডি’র অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ইভিপি এন্ড এসএমই বিজনেস কো অর্ডিনেটর কামরান আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেলায় বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়মনীতিগুলোও মানতে হবে। পুরনো উদ্যোক্তাদের সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে তার সকল ব্যবস্থা করা হবে। সমাবেশে জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ক্ষুদ্র কুটির শিল্প ও মাঝারি খাতে উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে জেলার ১৫টি ব্যাংক মিলে সহজ শর্তে এ ঋণ প্রদান করা হয়েছে। নারী পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে