খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোরের ১৫টি ইউনিয়নের ২৮ নেতাকর্মীকে আ’লীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ২৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। দলীয় কোন সভা ছাড়াই সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্যাডে আওয়ামী লীগ, অঙ্গ ও সগযোগী সংগঠনের এসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার কারণে তাদেরকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ জন্য দলীয় কোন সভা করা হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্যাডে সভাপতি স্বাক্ষর করেই তাদেরকে বহিষ্কার করে নাম ঘোষণা করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আহম্মাদ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাস।

ইছালী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান ডেভিড ও সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ।

নওয়াপাড়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলম ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ূন কবীর তুহিন।
উপশহর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন। কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএম সাইফুল ইসলাম।

চুড়ামনকাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবীর মিলন।

দেয়াড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আনিস।

আরবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক আহম্মেদ বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম।

চাঁচড়া ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাবেক নেতা শামীম রেজা ও জেলা তাঁতীলীগ নেতা ফারুক হোসেন।
রামনগর ইউনিয়নে জেলা তরুণলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান লাইফ।

ফতেপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের নেতা ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম।
কচুয়া ইউনিয়নে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্ন।

নরেন্দ্রপুর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস।

এছাড়া, সংবাদ সম্মেলন থেকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নানকে বহিষ্কার করা হয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়াামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দাার গণী খান পলাশ, সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, উপদেষ্টা আবুল হোসেন, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, আতিকুর রহমান বাবু প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!