খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

যশোরের মাছ ব্যবসায়ী মুন্না হত্যা মামলার চার্জশিট

যশোর প্রতিনিধি

যশোর বড়বাজারের মাছ ব্যবসায়ী শেখ ইমরান হোসেন মুন্না হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

অভিযুক্ত আসামিরা হলেন শহরের ঘোপ সেন্ট্রাল রোড হলুদ মিল এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম পলাশ, লোন অফিসপাড়ার স্কুল বস্তির মৃত দুলালের ছেলে শিমুল, একই এলাকার আলমাসের ছেলে রাকিব ও বড়বাজার কাঠেরপুল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়।

মামলার তদন্ত শেষে রোববার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ইমরান হোসেন মুন্না বড়বাজারে তার চাচা রেজুর ব্যবসা প্রতিষ্ঠান আড়ত পরিচালনা করতো। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মুন্না বাজারের আদমের চায়ের দোকানের সামনের তিন রাস্তার মোড়ে অবস্থান করছিল। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা মুন্নার উপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি ছুরিকাঘাতে মুন্নাকে মারাত্মক জখম করে। মুন্নার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচা শেখ রেজাউল ইসলাম রেজু চারজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!