যশোর শহরের বড় বাজারের ফেন্সি মার্কেটে আগুন ধরে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত পদক্ষেপের ফলে শতাধিক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ‘শফি অ্যান্ড সন্স’ নামে একটি সুতোর দোকান, যশোর ফিস হুক সেন্টার ও অপর একটি দোকান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সানোয়ার হোসেন জানান, পাশের একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট ফুলকি তার দোকানে রাখা সুতোর বান্ডিলে পড়ে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দোকান মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং পুলিশ সুপার রওনক জাহান আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। জেলার শীর্ষ এ দুই কর্মকর্তা ব্যবসায়ীদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার পরামর্শ দেন।
খুলনা গেজেট/এমএনএস