যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত বুড়োর দোকান নামক স্থানে গড়াই বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
প্রত্যাক্ষদর্শী জানান, চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা ঋসিপাড়া সুভোদ দাসের ছোট ছেলে সুখদেব (৩৫) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বের হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর সাড়ে ১২টায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত বুড়োর দোকান নামক স্থানে পৌঁছালে খুলনাগামী একটি গড়াই নামের বাস তাকে সজোরে ধাক্কায় দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
তিনি পেশায় একজন টায়ার ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ এলাকার ভাটিয়াপাড়ায় অবস্থিত। তার পরিবারসহ সেখানে ভাড়া বাসা নিয়ে থাকতেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, যাত্রীবাহী গড়াই নামের বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ।
খুলনা গেজেট/এএজে