খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন : আপিল বিভাগ; বেতন হবে ১০ম গ্রেডে
  গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহীবাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত অন্তত ১২
  আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

যশোরের খড়কীতে সন্ত্রাসীদের হামলা, দোকান-বাড়ি ভাংচুর

যশোর প্রতিনিধি

যশোর শহরের খড়কী পীরবাড়ি এলাকার রফিক শেখের বাড়ি ও চায়ের দোকানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় বাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চা দোকানি রফিক শেখ বলেন, শনিবার সকালে মাদকাসক্ত এক যুবক তার দোকানে পান কিনতে আসে। তখন পান না থাকায় তিনি দিতে পারেননি। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে সন্ধ্যার পর রেলগেট পশ্চিমপাড়ার বাবুর ছেলে রকি, ময়েন মোল্লার ছেলে শাহীন, আবুলের দু’ছেলে মানিক ও রতন, নজিবের ছেলে পলাশ, ভাংড়ি মতির ছেলে মামুন, রফিকের ছেলে পান্নাসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালায় ও ভাংচুর শুরু করে। এরপর পাশেই তার বাড়িতে হামলা চালায় তারা। এ সময় আসবাবপত্র ভাংচুর ও ঘরে থাকা নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা। স্ত্রী হাসিনা বাধা দিলে তার শ্লীলতাহানি ঘটায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হুমকি ধামকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।



এ বিষয়ে কসবা ফাঁড়ির এএসআই আইনাল হক ও এটিএসআই সমাপ্ত বৈরাগী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!