যশোর রূপদিয়ার আফিল অটো ব্রিকসের মেশিনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০টার দিকে। নিহত শ্রমিক জিল্লুর রহমান সদর উপজেলার শাখারগাতী গ্রামের ইমান আলীর ছেলে। তবে কিভাবে এ ঘটনার সূত্রপাত হয়েছে তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। কর্তৃপক্ষও এ বিষয়ে মুখ খোলেনি।
আফিল ব্রিকসের শ্রমিকরা জানান, জিলুর রহমান ব্রিকসের মেকানিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাতে কারখানার মূল মেশিনে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। এসময় মেশিনটি ঠিক করতে জিল্লুর কাছে গেলে হঠাৎ মেশিনটি চালু হয়ে যায়। এতে মেশিনের বড় পাখার ভেতরে তার শরীরের নীচের অংশ চলে যায়। এক পর্যায়ে মেশিন থেকে বিকট শব্দ হলে অন্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরিভাবে তাকে রাতেই ঢাকায় রেফার করা হয়। পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এসময় ক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, আফিল অটো ব্রিকসে শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখা হয় না। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে সবার কাজ করেন।
এ বিষয়ে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাইফুর রহমান জানান, তার দুই পা ও পেটের ডানপাশের অংশে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্ষক্ষরণ হচ্ছিল।
এদিকে, খবর শুনে আফিল ব্রিকসের কয়েকজন কর্মকর্তা হাসপাতালে আসেন। কিন্তু এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।