খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

যবিপ্রবি কর্মকর্তা সমিতির নির্বাচনে কামরুল সভাপতি, হেলালুল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এটিএম কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) হেলালুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

ভোট গণনা শেষে শনিবার বিকেলে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান ও ডেপুটি লাইব্রেরিয়ান জাহাঙ্গীর কবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে সকাল পৌনে ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটের ফলাফলে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এটিএম কামরুল হাসান ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হন নির্বাহী প্রকৌশলী নাজমুস সাকিব। তাঁর নিকটতম প্রার্থী টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান পান ৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) হেলালুল ইসলাম ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুর রশিদ পেয়েছেন ৩৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী প্রকৌশলী (পরিবহন) শাহেদ রেজা। তার নিকটতম প্রার্থী সহকারী পরিচালক (হিসাব) শরিফুল ইসলাম পেয়েছেন ৩১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী পরিচালক (বাজেট) রাজু আহম্মেদ। তার নিকটতম প্রার্থী সহকারী ডাটাবেজ প্রোগ্রামার এসএম ওয়ালিউজ্জামান পেয়েছেন ৩২ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার রকিব উদ্দীন সিদ্দিকী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার সাইফুর রহমান। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার আব্দুল ওয়াহাব।

এছাড়া নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস ৭০ ভোট, টেকনিক্যাল অফিসার জাহাঙ্গীর হোসেন ৫৬ ভোট ও সেকশন অফিসার সাজ্জাদুল আলম ৫১ ভোট পান।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!