খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

যবিপ্রবির ৮শ’ শিক্ষার্থী বৃত্তি পাবে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৬শ’ জন শিক্ষার্থীকে অভ্যন্তরীণ বৃত্তি ও প্রথমবারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে আরও ২শ’ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার বৃত্তি প্রদান সংক্রান্ত পৃথক দুটি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৬শ’ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে এবং প্রথমবারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ২শ’ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ হিসেবে মোট ৮শ’ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পাবেন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে স্ব স্ব বিভাগে আবেদন করতে হবে।

বৃত্তি সংক্রান্ত কমিটির দুটি সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. প্রকৌশলী ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, একাডেমিক কাউন্সিল প্রতিনিধি অধ্যাপক ড. আনিছুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান আল-ইমরান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. আলম হোসেন, পরিচালক (হিসাব) জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, সহকারী রেজিস্ট্রার নিত্যনন্দ পাল প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!