খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

যবিপ্রবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

যশোর প্রতিনিধি

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগ। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস, অ্যানার্জি, এনভায়রনমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং-২০২০’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিজি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

রোববার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাস রুমে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারির কারণে অনেকে জুম অ্যাপের মাধ্যমে ভার্চ্যুয়ালি এবং অনেকে সশরীরে অংশ নেন। দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ৩০ নভেম্বর।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউসিজির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষা এবং গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ল্যাব গবেষণায় এ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, সৌরশক্তি বিষয়ক গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এ বিষয়ে গবেষণার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করবেন বলে বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুল ইসলাম। আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাঙ্গের অধ্যাপক ড. মাকসুদুর রহমান খান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনাল শিলানগড়ের অধ্যাপক ড. নওশাদ আমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান খান, যবিপ্রবির অধ্যাপক ড. আমিনুর রহমান প্রমুখ। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অছিকুর রহমান। সম্মেলন পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া আক্তার সুমি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!