যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে বুধবার আরো ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ। ল্যাবে মোট ২১৩টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। বাকি ১১৪ টি নমুনা নেগেটিভ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টার পরীক্ষণ দলের সদস্য শিরিন নিগার।
আক্রান্ত ৯৯ জনের মধ্যে যশোরের ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জন শনাক্ত হয়েছে মাগুরার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জন, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ঝিনাইদহের ৩৫ নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা পজিটিভ হয়েছেন।
খুলনা গেজেট/এনএম