উৎসব মুখর পরিবেশে অভয়নগর মুক্ত দিবস যথাযত মর্যাদার সাথে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে এ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে অভয়নগর মুক্তদিবস উদযাপন কমিটি নানা রকম কর্মসূচি হাতে নেয়। এছাড়াও দিবসকে ঘিরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে একটি শোভাযাত্রা প্রেসক্লাব থেকে বের হয়ে নওয়াপাড়া ইনষ্টিটিউটে অভয়নগর মুক্তদিবস উদযাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়।
এসময় নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এই শোভাযাত্রায় উপস্থিত সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সহ সভাপতি এস এম মুজিবুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, আই সিটি সম্পাদক তারি আহমেদ, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, সদস্য অধ্যক্ষ খায়রুল বাশার, মল্লিক খলিলুর রহমান, আশরাফ হোসেন প্রিন্স, ডিআর আনিস, জাকির হোসেন হৃদয়, রকিবুল ইসলাম রুবেল, রবিউল ইসলাম, জসিম উদ্দিন বাচ্চু সাংবাদিক শেখ জাবেদ আলী, শফিকুল ইসলাম পিকুল,আশরাফুল আলম, তাওহীদ ওসামা প্রমুখ।
পরে নওয়াপাড়া ইনষ্টিটিউটে অভয়নগর মুক্তদিবস উদযাপন সংসদের প্রথম অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সেক্টর কমান্ডার ফোরামের ভাইচ চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম হামিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইব্রাহিম হোসেন বিশ্বাস, সদস্য নওয়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলার ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, অধ্যক্ষ আব্দুল লতিফ প্রমুখ। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভয়নগর মুক্ত দিবস যথাযত মর্যদার সাথে পালন করেছে।
সকাল ৮টায় নওয়াপাড়া শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ অমিনুর রহমান, সহকারী ভূমি কমিশনার তানজিলা আখতার, অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ একেএম শামীম হাসান।
খুলনা গেজেট/ এস আই