খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

ম‌হেষপুর সীমান্ত দি‌য়ে ভারত থে‌কে অবৈধভাবে আসা তিন জনের করোনা শনাক্ত

গে‌জেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকা তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এ ফলাফল পাঠানো হয়। তবে তাদের দেহে শনাক্ত করোনাভাইরাস ভারতীয় ধরনের কি না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়া তিনজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।

করোনা আক্রান্ত তিনজন হলেন, মোক্তার হোসেন, রফিকুল ইসলাম ও রকেট হোসেন। তাদের বাড়ি নাটোরের সিংড়া উপজেলা ও বরিশাল জেলায়।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা ১৬৭ জনকে ঝিনাইদহের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ও এইড ফাউন্ডেশনের আবাসিক ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে গত ১০ মে অবৈধভাবে আসা ২৮ জনকে জেলাশহরের আজাদ রেস্ট হাউজে রাখা হয়েছে।

এদিকে, সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আজাদ রেস্ট হাউজের কোয়ারেন্টাইন থেকে করোনা আক্রান্ত রফিকুল ইসলামসহ দুইজন পালিয়ে যায়। এরপরই জেলাশহর থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে। পরে রফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আর পালিয়ে যাওয়া সাগর হোসেনকে আটকের পর আবার কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তিনি করোনা আক্রান্ত নন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!