খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও জেলায় নতুন করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত চিকিৎসকের নাম জাহেদুল ইসলাম (৬১)। তিনি স্বাস্থ্য অধিদপ্তর এর সহকারী পরিচালক হিসেবে অবসর কালীন ছুটিতে ছিলেন।

মুন আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জনসহ মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৮ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্টিজেন টেস্টে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.২৩ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!