ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হোস্টেল থেকে চৌধুরী ফাহিম আরেফিন (২৮) নামের এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহীদ ডা. মিলন হোস্টেল থেকে বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ খবর নিশ্চিত করেছেন।
ফাহিম নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। গত মার্চ থেকে মমেকে ইন্টার্নশিপ করছেন তিনি।
পুলিশ জানায়, হোস্টেলের ২০৭ নম্বর কক্ষে থাকতেন ফাহিম। গত মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ডিউটি করেছেন তিনি। এরপর সারা দিন তাঁর কোনো খোঁজ ছিল না। ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে গতকাল বুধবার রাতে হোস্টেলের দারোয়ানকে তাঁর খোঁজ নিতে বলা হয়। দারোয়ান রাত ৯টার দিকে ফাহিমের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কয়েকজন মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এ সময় ফাহিমকে বিছানায় আধাশোয়া অবস্থায় দেখা যায়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়।
ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, অতিরিক্ত ঘুমের ইনজেকশন নেওয়ার কারণে ওই ইন্টার্ন চিকিৎসক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বিছানায় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে।
খুলনা গেজেট/এনএম