৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও ময়মনসিংহ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈরের থেকে ১২ কিলোমিটার দূরে। এ নিয়ে এ মাসে দুইবার দেশে ভূমিকম্প অনুভূত হলো।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।
এর আগে গত ২৯ আগস্ট সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১৪ আগস্ট রাতে সিলেটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।
খুলনা গেজেট/এনএম