মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ইসলামের মা মজিদা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আমরাতো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত অসুস্থ্য হয়ে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমাকে পিরোজপুরে তার গ্রামের বাড়ি তাঁরাবুুনিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ইসলামের মা মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্র্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। বিবৃতি দিয়েছেন, বার কাউন্সিলের সদস্য এ্যাড. পারভেজ আলম খান, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম ইকবাল।
অনূরূপ বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট / এমএম