খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

ম্যারাডোনার পাশে নাম বসছে মেসির

ক্রীড়া প্রতিবেদক

সৌদির কাছে হেরে বাঁচা মরার লড়াইয়ে রাতে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসির সামনে রয়েছে নতুন এক মাইলফলকের হাতছানি। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার নামের পাশেই যে বসতে যাচ্ছে মেসির নামও।

কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন ৩৫ বছর বয়সি মেসি। অনুমেয় যে, এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। পাঁচ বিশ্বকাপ মিলিয়ে ইতোমধ্যেই ২০টি ম্যাচ খেলেছেন মেসি। আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেই নতুন এক মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি; ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করবেন তিনি। ম্যারাডোনা এই মাইলফলক স্পর্শ করেছিলেন চারট বিশ্বকাপ খেলেই। এই বিশ্বকাপেই অবশ্য কিংবদন্তী ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসির সামনে।

শুধু ম্যাচ নয়, গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সাত নম্বর গোলটি করেছিলেন মেসি। এই ম্যাচে গোল করতে পারলে আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও ম্যারাডোনার পাশে যোগ হবে তার নাম। ১০ গোল করে এই তালিকায় সবাই ওপরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

তবে আজ আর্জেন্টিনার জয়ের বিপরীতে মেসির কাছে এই রেকর্ড বা মাইলফলকগুলো অতি নগন্যই বটে। কেননা, প্রথম ম্যাচে হেরে ইতোমধ্যেই আর্জেন্টিনার ছিটকে পড়ার শঙ্কা জেগেছে সমর্থকদের মধ্যে। মেক্সিকোকে হারালেই কেবল শেষ ষোলোর জন্য টিকে থাকবেন মেসি-ডি মারিয়ারা।

বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টস, জিটিভি ও বিটিভিতে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!