খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ম্যানচেস্টারে ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টারের ওল্ড ট্যাফোডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট-বলে ভালো অবস্থানে রয়েছে সফরকারী পাকিস্তান। শান মাসুদের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান সংগ্রহ করার পর বোলিংয়েও দাপট দেখিয়েছে সফরকারীরা। পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে। পাকিস্তানের পক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। এছাড়া শাহীন আফ্রিদি ও ইয়াসির শাহ নিয়েছেন একটি করে উইকেট। সব মিলিয়ে এখনও ২৩৪ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্র্রথম ইনিংসে ৩১৯ বলে ১৮ চার আর ২ ছক্কায় গড়া শান মাসুদের দেড়শ রানের চোখ ধাঁধানো ইনিংসটি থামার পর যেন হাঁফ ছেড়ে বাঁচল ইংলিশরা। কিছুতেই যে আউট করা যাচ্ছিল না এই বাঁহাতিকে। একটা প্রান্ত ধরে ধরে এগিয়ে যাচ্ছিলেন।

ওল্ড ট্রাফোর্ডে সেই ওপেনিংয়ে নেমে দলের নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন শান মাসুদ। এর মধ্যে কতজন এসেছেন আর গেছেন। একমাত্র বাবর আজম ছাড়া বলার মতো কিছু করতে পারেননি টপ অর্ডারের কেউ।

বাবর আজমের ৬৯ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে লোয়ার অর্ডারের শাদাব খানকে নিয়ে ১০৫ রানের বড় জুটি গড়েন শান মাসুদ। দলীয় ২৮১ রানের মাথায় শাদাব ৪৫ করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর আরও দুই সঙ্গী হারিয়ে শান মাসুদও সাজঘরের দিকে হাঁটেন ১৫৬ করে। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি, যার মধ্যে টানা তিন ইনিংসে তিনটি। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার পর আর খুব বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ১০৯.৩ ওভারে অলআউট হয়েছে ৩২৬ রানে।

ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড আর জোফরা আর্চার। ২ উইকেট শিকার ক্রিস ওকসের।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!