বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে কর্মবিরতি শুরু করেছেন ডিপ্লোমা ইন্টার্নট চিকিৎসকরা। সোমবার (২৮ আগস্ট) বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত ১৫০ জন ইন্টার্ণ চিকিৎসক এ আন্দোলনে যোগদেন। হঠাৎ করে কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক জুনায়েদ বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। এটা ম্যাটস শিক্ষার্থীদের জন্য খুবই হতাশাজনক। এছাড়া দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, তাহলে আমরা পাশ করে কি করব?
ইন্টার্ন চিকিৎসক লিংকন শেখ বলেন, যেকোন মূল্যে আমাদের চারদফা দাবি মেনে নিতে হবে। তা না হলে, আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন এই ইন্টার্ন চিকিৎসক।
বুধবার (১৬ আগস্ট) থেকে ইন্টার্ণশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জণ করে আন্দোলনে নামে দেশের ১৭টি সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। সে আন্দোলন এখনও চলমান রয়েছে। ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা আন্দোলনে সম্মতি দিয়ে কর্মবিরতি করায় আন্দোলনে আরও গতি ফিরেছে বলে দাবি করেন ম্যাটস শিক্ষার্থী জিয়াউল ইসলাম।
তিনি বলেন, ১৬ আগস্ট থেকে আমরা একারা আন্দোলনে ছিলাম। এখন আমাদের বড় ভাইরাও আন্দোলনে যুক্ত হয়েছেন। আশাকরি এবার সরকার দাবি মেনে নিবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসকরা হটাৎ করে কর্মবিরতিতে যাওয়ায় চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে। আমরা তাদেরকে বোঝাচ্ছি। বিষয়টি উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হবে, আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে।
খুলনা গেজেট/ টিএ