নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনিং জুটিতে ৫৯ রান আসার পরও একটা সময়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩ রানের ব্যবধানে যে সাজঘরে ফেরেন ৩ ব্যাটসম্যান!
মাহমুদউল্লাহ যখন উইকেটে গেছেন, ১১ ওভার পেরিয়েছে ইনিংসের। ধাক্কাটা পড়েছে মাত্র, ৩ উইকেটে রান ৭২। একটা সময় তো ১০৯ তুলতেই হাওয়া ৫ উইকেট।
এমন জায়গায় দাঁড়িয়ে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিলেন মাহমুদউল্লাহ। খেললেন ইনিংসের শেষ পর্যন্ত। ৩২ বলে ৫ বাউন্ডারিতে টাইগার দলপতির হার না মানা ৩৭-এ ভর করেই ১৪১ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
শুধু ব্যাটিংয়েই নয়। এরপর বোলিংয়েও এক ওভার হাত ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ। দিয়েছেন মাত্র ৭ রান। আর পুরো ম্যাচে ক্ষুরধার নেতৃত্বের কথা আলাদা করে নাইবা বলা হলো!
এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি আর কে পাবেন? উঠেছে টাইগার দলপতির হাতেই।